Dakatiya Banshi Lyrics – Bohurupi (2025)

Dakatiya Banshi Lyrics

দয়ালবাবা, পেট ভরে চাউমিন খাবা,
ময়দা-মুখো তাকাইছে
ডেবডেব করে তাকাইছে,
ময়দা-মুখো।

মটর কলাই গোলগোল দাঁতে ভাঙে না,
ওই পাড়ার শাশুড়ীরা বৌমা চেনে না।
ড্যাঙ ড্যাঙ ড্যাঙ জামাই এসেছে
বাবা ফ্যান খাবার ডিব্বাটা ভেঙ্গে ফেলেছে।

এ, বেশি তাকাস না বিয়ে দিয়ে দেব,
কেঁন্দে মরে যাবি।

বুকের মাঝে আগুন আমার ফাগুন বারোমাসী,
চমকে দিয়ে খেলে বেড়ায় ডাকাতিয়া বাঁশি।
পিরিত আমার ভোমর পরাণ সেই মধুরই খোঁজে,
কোন জ্বালাতে মরছি আমি সেই ডাকাতই বোঝে।

এই, মুখের কথা সবাই জানে বুকের কথা কজন?
চুপটি থাকা আদর সোহাগ মাখবে শুধু সেজন।
সেজন আমার দস্যি দামাল ডাকাতিয়া চাল,
লাগাম আমার ধরবে ঠিকই আজ না হলে কাল।

হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা,
আদা খেয়ে বোজের বাবা হাগছে গাদা গাদা।

পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না,
জেনে শুনে করগা পীরিত রে।
পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না,
জেনে শুনে করগা পীরিত রে।

এই, চোখের মণি খেঁজুর গাছের ডাগর রসের হাঁড়ি,
সেই রসেরই গতর মাতাল হেবি ঝকমারি।
ওই চাঁদের রাতে নদীর ধারে ঠোঁটের বাঁকা হাঁসি,
হাজার রকম নকশা করেও সেই হাসিতেই ফাসি।

শোনরে আমার পাহাড় বুকের ডাকাতিয়া ছেলে,
তোর থানাতেই বন্দী হবো রসের ঘানি ঠেলে।

এ, বেশি তাকাস না বিয়ে দিয়ে দেবো,
কেঁন্দে মরে যাবি।

পিরিতি কাঁঠালের আঁঠা লাগলে পরে ছাড়ে না,
জেনে শুনে করগা পীরিতি রে।
পীরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না,
জেনে শুনে করগা পীরিতি রে।

মটর কলাই গোলগোল দাঁতে ভাঙে না,
ওই পাড়ার শাশুড়ীরা বৌমা চেনে না।
তাই, হাটে গেলাম বাজারে গেলাম
কিনে আনলাম আদা,
আদা খেয়ে বোজের বাবা হাগছে গাদা গাদা।
ড্যাঙ ড্যাঙ ড্যাঙ জামাই এসেছে
বাবা ফ্যান খাবার ডিব্বাটা ভেঙ্গে ফেলেছে।

তাই, পান খেয়েছি, পিচ ফেলেছি
দাঁত করেছি ছোলা,
আমার বন্ধুর নাম রেখেছে মুড়ি ভাজা খোলা।
হেন্টার ফুল থোকা থোকা কানে গুজেছি,
আর বর্ধমানের ডালা এনে লুচি ভেজেছি।

এ, বেশি তাকাস না বিয়ে দিয়ে দেব,
কেঁন্দে মরে যাবি।

Track Info

Music Video

Heyyyyyy

Lyrics for Everyone!

  • Found the perfect lyrics? Share them with those who’ll appreciate them! Music is for everyone, and sharing is caring.

Help Us Improve!

  • Your feedback is invaluable! Share your thoughts and ideas so we can keep making SnoopLyrics the best place for lyrics lovers.

Recently Released

0 0 votes
Lyrics Rating
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Weekly Popular

0
Would love your thoughts, please comment.x
()
x